প্রশ্ন
আমাদের মসজিদের মুআজ্জিন অন্ধ। সে কয়েক বছর ধরেই আমাদের মসজিদে আযান দিচ্ছে। এবং সে সুন্নত তরীকায় আযান দেয়। এখন এলাকার কয়েকজন লোক বলছে যে, অন্ধ ব্যক্তির আযান শুদ্ধ না। তাদের কথা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
তাদের কথা সঠিক নয়। অন্ধ ব্যক্তির আযান সহিহ। হযরত উরওয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ يُؤَذِّنُ لِلنّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَكانَ أَعْمَى.
হযরত ইবনে উম্মে মাকতুম (রা.) রাসূল (সা.)-এর যমানায় আযান দিতেন, আর তিনি ছিলেন অন্ধ। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২২৬৫)
অবশ্য অন্ধ ব্যক্তি যথা সময়ে আযান দেওয়ার ব্যাপারে ভুল করতে পারে। তাই চক্ষুষ্মান ব্যক্তি থাকলে তার আযান দেওয়াই উত্তম। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
مَا أُحِبّ أَنْ يَكُونَ مُؤَذِّنُوكُمْ عُمْيَانَكُمْ.
তোমাদের মধ্যে কোনো অন্ধ ব্যক্তি মুআযযিন হবে তা আমি পছন্দ করি না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২২৬৬)
-মাবসূত, সারাখসী ১/২৩৭; আলবাহরুর রায়েক ১/২৬৫; আলমুহীতুল বুরহানী ২/৯৫; বাদায়েউস সানায়ে ১/৩৭৩; রদ্দুল মুহতার ১/৩৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم