প্রশ্ন
আমার চাচা হজ্বের উদ্দেশ্যে হজ্ব এজেন্সিতে টাকা জমা দেন। কিন্তু তিনি হজ্বে যাওয়ার আগেই স্ট্রোক করে ইন্তেকাল করেন। ইন্তিকালের আগে কাউকে হজ্বের অসিয়ত করতে পারেন নি। তো এখন জানার বিষয় হলো, তার জমা দেওয়া টাকা কি মিরাসের অন্তর্ভূক্ত হবে নাকি সেই টাকা দিয়ে বদলী হজ্ব করাতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে তিনি যেহেতু নিজে হজ্ব করে যেতে পারেননি তাই এজেন্সি থেকে যদি ঐ টাকা ওঠানো যায় তাহলে তা মীরাসী সম্পত্তি হিসেবে গণ্য হবে। তবে জেনে রাখা দরকার, হজ্ব গুরুত্বপূর্ণ ফরয ইবাদত। কেউ জীবদ্দশায় তা আদায় করতে না পারলে বদলী হজ্বের ওসিয়ত করে যেতে হয়। লোকটি তা করতে পারেনি। তাই তার ওয়ারিসগণের উচিত তার পক্ষ থেকে বদলী হজ্ব করিয়ে দেওয়া। হাদিস শরিফে বর্ণিত হয়েছে-
عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَتْ امْرَأَةٌ إِلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ، فَقَالَتْ: إِنّ أُمِّي مَاتَتْ وَلَمْ تَحُجّ، أَفَأَحُجّ عَنْهَا؟ قَالَ: نَعَمْ، حُجِّي عَنْهَا.
বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.)-এর কাছে এক মহিলা এসে বলল, আমার মা মারা গিয়েছেন, কিন্তু তিনি হজ্ব আদায় করে যেতে পারেননি। আমি কি তার পক্ষ থেকে হজ্ব আদায় করবো? তিনি বললেন, হাঁ, তুমি তার পক্ষ থেকে হজ্ব আদায় কর। (জামে তিরমিযী, হাদিস: ৯২৯)
অতএব ওয়ারিশগণের উচিত লোকটির পক্ষ থেকে কাউকে বদলী হজ্বে পাঠানো। তবে যেহেতু ঐ ব্যক্তি হজ্বের ওসিয়ত করে যাননি তাই তার মীরাসী সম্পত্তি থেকে হজ্বের খরচ নিতে হলে সকল ওয়ারিশের স্বতঃস্ফূর্ত সমর্থন লাগবে। আর কোনো নাবালেগ ওয়ারিশ থাকলে তার অংশ থেকে নেয়া যাবে না। কারণ লোকটির মৃত্যুর পর ঐ সম্পত্তিগুলো ওয়ারিশদের মালিকানায় এসে গেছে।
-বাদায়েউস সানায়ে ২/৪৬৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫৯; গুনইয়াতুন নাসিক, পৃ. ৩২২; ফাতাওয়া খানিয়া ১/৩০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم