প্রশ্ন
আমার বাড়ি যশোর। মাঝে মাঝে ব্যক্তিগত কাজে আমার ঢাকা যেতে হয়। যাত্রাপথে ড্রাইভার নামাযের বিরতি দেয়। তখন মসজিদে জামাত হলেও আমি এই ভেবে জামাতে শরিক হই না যে, ইমাম সাহেব মুকিম, তাই তিনি চার রাকাত নামায পড়াবেন। আর আমি তো মুসাফির, আমার উপর দুই রাকাত ওয়াজিব। তো আমার এই ভাবনা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুসাফির ব্যক্তি মুকীমের পেছনে ইকতেদা করলে তাকে পূর্ণ নামায পড়তে হয়। বিশিষ্ট তাবেয়ী মুজাহিদ (রাহ.) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন-
إذَا دَخَلَ الْمُسَافِرُ فِي صَلاَةِ الْمُقِيمِينَ صَلّى بِصَلاَتِهِمْ.
মুসাফির যদি মুকীমদের নামাযে অংশগ্রহণ করে তাহলে সে মুকীমদের মতো নামায আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৩৮৬৯)
অতএব আপনি যদি সফর অবস্থায় মুকীম ইমামের পেছনে ইকতেদা করেন তাহলে ইমামের অনুসরণে আপনাকে পূর্ণ চার রাকাত নামায পড়তে হবে। অবশ্য আপনি যদি একা নামায পড়েন অথবা কোনো মুসাফির ইমামের পেছনে নামায আদায় করেন অথবা যদি আপনি নিজেই ইমাম হন তাহলে এসব ক্ষেত্রে চার রাকাতবিশিষ্ট ফরয নামায দুই রাকাত আদায় করবেন।
-রদ্দুল মুহতার ২/১৩০; শরহু মুখতাসারিত তাহাবী ২/১১১; আলইখতিয়ার ১/২৬৯; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৭৮; শরহুল মুনইয়া, পৃ. ৫৪২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৫;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم