প্রশ্ন
আমার একটি অটো রিকশা আছে। আমি অনেকদিন এটা ব্যবহার করেছি। এখন এক ব্যক্তির কাছে সেটা ৮০ হাজার টাকায় বিক্রি করে দেই। সে আমাকে নগদ ৪০ হাজার টাকা প্রদান করে। এবং বাকি টাকা পরিশোধের জন্য এক মাস সময় নেয়। গাড়িটি কেনার পর সে আমার গ্যারেজে রেখে যায়। কিন্তু এর মধ্যে বন্যা শুরু হয়। বন্যায় তার ঘর-বাড়ি ডুবে যায়। এবং তার অনেক আর্থিক ক্ষতি হয়। এখন সে বাকি ৪০ হাজার টাকা পরিশোধ করতে পারছে না। সে যেহেতু এখনো গাড়ি চালায় নি, তাই বিক্রি বাতিল করার জন্য আমার কাছে অনুরোধ করে । কিন্তু আমি রাজি হই নি। তাই সে কেনা দাম থেকে ১০ হাজার টাকা কমে আমার কাছে বিক্রি করতে চাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে, এভাবে তার থেকে গাড়িটি ক্রয় করা কি আমার জন্য বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে অটো রিকশাটির আংশিক মূল্য (৪০ হাজার টাকা) যেহেতু এখনো বাকি আছে তাই বিক্রিত মূল্য (৮০ হাজার টাকা) থেকে কম মূল্যে আপনার জন্য তা ক্রয় করা জায়েয হবে না। ক্রেতা যদি বাকি টাকা পরিশোধ করতে অক্ষম হয় তাহলে আপনি চাইলে ক্রয়-চুক্তিটি বাতিল করে দিতে পারেন। আর বাতিল করতে না চাইলে তাকে মূল্য পরিশোধের সময় বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তার থেকে অতিরিক্ত কিছু নিতে পারবেন না। আর ক্রয়-চুক্তিটি বাতিল করে দিলে তার থেকে গৃহীত পূর্ণ মূল্য ফেরত দিতে হবে। গৃহীত মূল্য থেকে কিছু রেখে দেওয়া জায়েয হবে না। আর ক্রেতার সমস্যার কথা বিবেচনা করে বিক্রয়-চুক্তি বাতিল করা সওয়াবের কাজ। এমন ব্যক্তির ব্যাপারে হাদিস শরিফে অনেক বড় সুসংবাদ এসেছে। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
مَنْ أَقَالَ نَادِمًا بَيْعَتَهُ، أَقَالَ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.
যে অনুতপ্ত কোনো ব্যক্তির সাথে কৃত বিক্রয়-চুক্তি বাতিল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল-ত্রুটি ক্ষমা করে দিবেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫০৩৬)
-আহকামুল কুরআন, জাস্সাস ১/৪৬৭; তাবয়ীনুল হাকায়েক ৪/৪১৯; বাদায়েউস সানায়ে ৪/৪২৬, ৫৯৪; ফাতহুল কাদীর ৬/১১৪; আলমুহীতুল বুরহানী ৯/৩৮১; রদ্দুল মুহতার ৫/৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم