প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, রোজা অবস্থায় যদি উত্তেজনার কারণে হালকা (পাতলা) বীর্য বের হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যৌন উত্তেজনার কারণে মযী (পানির মত পাতলা বীর্য যা অল্প পরিমাণে বের হয়, কিন্তু উত্তেজনা হ্রাস হয় না) বের হলে রোজার কোনো ক্ষতি হয় না। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَامِرٍ، فِي الصَّائِمِ يُلَاعِبُ امْرَأَتَهُ حَتَّى يُمْذِيَ، أَوْ يُودِيَ، قَالَ: لَا يُوجِبُ عَلَيْهِ الْقَضَاءَ إِلَّا مَا أَوْجَبَ عَلَيْهِ الْغُسْلَ
আমের (রহ.) থেকে বর্ণিত, তিনি ঐ রোজাদার সম্পর্কে বলেন যে তার স্ত্রীর সাথে জড়াজড়ি করার কারণে মযী বের হয়েছে, তার রোজা কাযা করা লাগবে না। তবে যদি গোসল আবশ্যককারী কোনো কিছু বের না হয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ৯৪৮১)
শাইখুল ইসলাম ইবন তাইমিয়া (রহ.) বলেন,
ولا يفطر بمذي بسبب قبلة أو لمس أو تكرار نظر ، وهو قول أبي حنيفة والشافعي وبعض أصحابنا
চুমো দেয়ার কারণে অথবা স্পর্শ করার কারণে অথবা বার বার দৃষ্টি দেওয়ার কারণে মযী বের হলে রোজা ভাঙ্গে না। এটা ইমাম আবু হানিফা (রহ.), ইমাম শাফিঈ (রহ.) ও আমাদের (হাম্বলী) মাযহাবের অনেকের বক্তব্য। (আলইখতিয়ারাত, ১৯৩)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم