প্রশ্ন
ইমাম সাহেব আসরের নামাযের জামাতে প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে যান। পেছন থেকে মুসল্লিরা লোকমা দেওয়ার পরেও তিনি বৈঠকে ফিরে আসেন নি। নামায শেষে তিনি সাহু সিজদা আদায় করেন। নামায শেষ হওয়ার পর কেউ কেউ বলল, ইমাম সাহেবের নামায হয়নি। কারণ তিনি লোকমা শোনার পরেও বৈঠকে ফিরে আসেন নি। আমার জানার বিষয় হলো, মুসল্লিদের কথা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুসল্লিদের কথা ঠিক নয়। এক্ষেত্রে ইমাম সাহেব না বসে ঠিকই করেছেন এবং উক্ত নামায সহিহ হয়েছে। কেননা, ইমাম প্রথম বৈঠক না করে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে মাসআলা হল, বৈঠকের জন্য ফিরে আসবে না এবং প্রথম বৈঠক ছুটে যাওয়ার কারণে নামায শেষে সাহু সিজদা করবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব যেহেতু সাহু সিজদাও আদায় করেছেন তাই উক্ত নামায আদায় হয়ে গেছে। হযরত যিয়াদ ইবনে ইলাকা (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
صَلَّى بِنَا المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ قَامَ وَلَمْ يَجْلِسْ، فَسَبَّحَ بِهِ مَنْ خَلْفَهُ، فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَلَّمَ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ وَسَلَّمَ، وَقَالَ: هَكَذَا صَنَعَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
মুগীরা ইবনে শু‘বা (রা.) আমাদের নিয়ে নামায পড়লেন এবং দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলেন। তখন মুসল্লিগণ সুবহানাল্লাহ বলে লোকমা দিল। কিন্তু তিনি (না বসে) ইশারায় তাদেরকে দাঁড়িয়ে যেতে বললেন। এরপর নামায শেষে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করলেন এবং (শেষে) সালাম ফেরালেন। (অর্থাৎ : সালাম ফিরিয়ে নামায শেষ করলেন) আর বললেন, রাসূল (সা.) এমনই করেছেন। (জামে তিরমিযী, হাদিস: ৩৬৫)
-কিতাবুল আছল ১/১৬১; আলবাহরুর রায়েক ২/১০০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; শরহুল মুনইয়া, পৃ. ৪৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم