প্রশ্ন
আমাদের কোম্পানিতে নতুন কোনো প্রোডাক্ট তৈরী হলে আমরা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি। জানার বিষয় হল, পণ্যের প্রচারের জন্য নাটক-সিনেমার মধ্যে বিজ্ঞাপন দেওয়া জায়েয আছে কি?
উল্লেখ্য, আমাদের বিজ্ঞাপনে কোনো মানুষের ছবি থাকে না। শুধু পণ্যেরই বিভিন্ন দৃশ্য দেখানো হয় । এর বিনিময়ে আমরা সিনেমা ও নাটকের কতৃর্পক্ষকে টাকা দেই । আশা করি বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রচলিত নাটক-সিনেমায় অসংখ্য কবীরা গুনাহ হয়ে থাকে। এগুলো কারণে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়ায় এবং মানুষের চারিত্রিক অধঃপতন ঘটে। তাই এ ধরনের নাটক-সিনেমায় পণ্য প্রচারের উদ্দেশ্যেও বিজ্ঞাপন দেওয়া যাবে না। কেননা সেখানে বিজ্ঞাপন দেওয়ার দ্বারা তাদের কাজে একধরনের সহযোগিতা করা হয়। কারণ তাদের আয়ের একটি বড় উৎস হচ্ছে বিজ্ঞাপন। সুতরাং তাতে বিজ্ঞাপন দেওয়ার অর্থ হল, অন্যায় ও হারাম কাজে সহযোগিতা করা। আর কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ .
আর তোমরা নেকী ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা কর। গুনাহ ও সীমালঙ্ঘণের কাজে একে-অপরকে সহযোগিতা করো না। (সূরা মায়েদা ,আয়াত : ২)
-আহকামুল কুরআন, জাস্সাস ২/৩০৩, ৩/৩০৮; জাওয়াহিরুল ফিকহ ২/৪৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم