প্রশ্ন
আমি শুক্রবার দিন সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। রাস্তায় অনেক জ্যাম ছিল। তাই বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যায়। তো গ্রামে পৌঁছে দেখি, জুমার নামায প্রায় শেষের দিকে। ওযু করে আসতে আসতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকী দুই রাকাত জুমার নামায আদায় করে নিই। হুজুরের কাছে জানার বিষয় হল, একাকী আদায় করার দ্বারা আমার জুমার নামায কি আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, আপনার উক্ত জুমার নামায আদায় হয়নি। কারণ, জুমার নামাযের জন্য শর্ত হল জামাতের সাথে আদায় করা । একাকী জুমার নামায পড়লে আদায় হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু জুমা পাননি এবং তখন আপনি মুকীম ছিলেন তাই সে সময় আপনার ওপর জরুরি ছিল- চার রাকাত যোহর আদায় করা। কিন্তু তা যেহেতু আপনি আদায় করেননি, তাই এখন আপনাকে চার রাকাত যোহরের কাযা পড়ে নিতে হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন-
مَنْ أَدْرَكَ الْجُمُعَةَ فَهِيَ رَكْعَتَانِ، وَمَنْ لَمْ يُدْرِكْ فَلْيُصَلِّ أَرْبَعًا.
কেউ জুমা (জামাতের কিছু অংশ) পেয়ে গেলে তার নামায দুই রাকাত। (অর্থাৎ এক্ষেত্রে সে জুমার নামায দুই রাকাত পূর্ণ করবে) আর জুমার জামাত না পেলে চার রাকাত (যোহরের নামায) পড়বে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৩৭৬)
-বাদায়েউস সানায়ে ১/৫৯৭; আলমুহীতুর রাযাবী ১/৩৯৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم