প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামায শুরু করার আগে জায়নামাযে দাঁড়িয়ে দোয়া পড়া কি বিদ’আত?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে এই দোয়া পড়া- আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকী্ন– শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়। কুরআন-হাদিসে এধরণের কোনো দুয়া বর্ণিত নেই। সুতরাং এটাকে রাসূল (সা.)-এর শিখানো পদ্ধতি মনে করা বিদআত হবে। অবশ্য উপরোক্ত দোয়াটি রাসুলুল্লাহ (সা.) কখনো তাহাজ্জুদের নামাযে তাকবীরে তাহরীমার পর সানার স্থানে পড়তেন বলে প্রমাণিত আছে। যেমন, আলী (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে,
كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ ” وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
রাসুলুল্লাহ ﷺ যখন (রাতের বেলা) দাঁড়াতেন তখন (তাকবীরে তাহরীমার পর) বলতেন, ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন। (সহিহ মুসলিম, হাদিস: ১৬৮৫)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم