প্রশ্ন
আসসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যোহরের নামাযের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর ভুলে অন্য একটি সূরা পড়ে ফেলি। যেহেতু চার রাকাত বিশিষ্ট ফরজ নামাযের তৃতীয় এবং চতৃর্থ রাকাতে সূরা ফাতেহার পর অন্য কোনো সূরা পড়ার নিয়ম নেই তো এখন কি আমার উপর সিজদা সাহু ওয়াজিব হবে? আমি সিজদা সাহু করিনি, তো আমার নামাযের কী হুকুম?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায আদায় হয়ে গেছে। এক্ষেত্রে সিজদা সাহু না করে ঠিকই করেছেন। কেননা ফরয নামাযের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতেহার সাথে সূরা মিলালে সিজদা সাহু ওয়াজিব হয় না। তবে ফরয নামাযের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা না মিলানো সুন্নত। হযরত আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন-
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ.
নবীজী (সা.) যোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা এবং সাথে আরো দুটি সূরা পড়তেন। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়তেন। (সহিহ বুখারি, হাদিস: ৭৭৬)
তাই এসব রাকাতে ইচ্ছাকৃত সূরা মিলানো থেকে বিরত থাকতে হবে।
-ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯২; আলমুহীতুর রাযাবী ১/৩২১; রদ্দুল মুহতার ১/৪৫৯; আলমুহীতুল বুরহানী ২/৩১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم