প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাযের মধ্যে অনেককে দেখা যায়, সিজদা থেকে ওঠার সময় হাত দিয়ে জমিনের ওপর ভরে দিয়ে ওঠেন। আবার অনেকে এমনটি না করে সরাসরি দাঁড়িয়ে যান। জানার বিষয় হল, এই দুই পদ্ধতির মাঝে কোনটি উত্তম?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সিজদা থেকে ওঠার ক্ষেত্রে মুস্তাহাব হল, হাত দিয়ে জমিনের ওপর ভর না দিয়ে সরাসরি দাঁড়িয়ে যাওয়া। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন-
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَضُ فِي الصَّلَاةِ عَلَى صُدُورِ قَدَمَيْهِ.
নবী (সা.) নামাযে পায়ের পাতার ওপর ভর করে সিজদা থেকে দাঁড়াতেন। (জামে তিরমিযী, হাদিস ২৮৮)
তবে অসুস্থতা বা অন্য কোনো ওযরবশত হাতের ওপর ভর দিয়ে ওঠা যাবে। হারেস (রাহ.) হযরত ইবরাহীম নাখায়ী (রাহ.) থেকে বর্ণনা করেন-
أَنَّهُ كَانَ يَكْرَهُ ذَلِكَ، إِلاَّ أَنْ يَكُونَ شَيْخًا كَبِيرًا أَوْ مَرِيضًا.
বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যদের ক্ষেত্রে তিনি সিজদা থেকে ওঠার সময় হাতের ওপর ভর দেওয়াকে অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪০১৫)
তাই কোনো ওযর না থাকলে সিজদা থেকে ওঠার সময় হাত দিয়ে জমিনের ওপর ভর দিয়ে ওঠা অনুত্তম।
-আলবাহরুর রায়েক ১/৩২২; রদ্দুল মুহতার ১/৫০৬; কিতাবুল আছল ১/৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৫; আলমাবসূত, সারাখসী ১/২৩; আলমুহীতুল বুরহানী ২/১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم