প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন হাফেয। সুন্নত ও নফল নামাযে কুরআন কারীম খতম করার নিয়ত করেছি। মাঝে মাঝে এমন হয় যে, সূরা ফাতেহা পড়ার পর কোনো একটা সূরা পড়া শুরু করি। এক দুই আয়াত তিলাওয়াত করার পর খতমের কথা মনে হলে ঐ সূরা ছেড়ে খতমের জায়গা থেকে পড়ি। এটা করা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ওযর ছাড়া এমনটি করা ঠিক নয়। কুরআন কারীমের কোনো স্থান থেকে তিলাওয়াত শুরু করার পর সেখান থেকেই ঐ রাকাতের তিলাওয়াত পূর্ণ করবেন। বিনা ওজরে (যেমন আটকে যাওয়া) তা বাদ দিয়ে অন্য স্থান থেকে পড়া অনুচিত। হাদিস শরিফে এসেছে, নবী (সা.) তাহাজ্জুদের নামাযের সময় একদিন বেলাল (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি নামাযে এ সূরা থেকে কিছু অংশ, ও সূরা থেকে কিছু অংশ, আরেক সূরা থেকে কিছু অংশ- এভাবে পড়ছিলেন। নবী (সা.) পরে তাঁকে বললেন-
إِذَا قَرَأْتَ السُّورَةَ فَأَنْفِدْهَا.
যখন তুমি কোনো সূরা পড়বে তখন তা থেকেই তিলাওয়াত পূর্ণ করবে। (ফাযায়েলে কুরআন আবু উবাইদ (রাহ.), পৃ. ৯৫)
-ফাতহুল কাদীর ১/২৯৯; আলমুহীতুর রাযাবী ১/২৩৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৮; আলহাবিল কুদসী ১/১৭৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم