প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তানকে আড়াই বছরের পর দুধ পান করানো জায়েয আছে কি? দুধ পান করালে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বিশুদ্ধ মতানুসারে সন্তানকে (ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান বিধান প্রযোজ্য) দুধ পান করানোর সময় সীমা চন্দ্রবর্ষ হিসেবে সর্বোচ্চ দুই বছর (২৪ মাস)। দুই বছরের অধিক দুধ পান করানো যাবে না। আল্লাহ তাআলা বলেন,
وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ
মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। এ সময়কাল তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। (সূরা বাকারা: ২৩৩)
উক্ত নির্ধারিত সময় পার হবার পরেও কেউ যদি নিজ সন্তানকে দুধ খাওয়ায় তাহলে তা জায়েয হবে না এবং সন্তানের জন্য উপকারী হবে না। কেননা যেটা সন্তানের জন্য উপযোগী সেটাই আল্লাহু তাআলা বিধান দিয়েছেন।
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তার (সন্তান) দুধ ছাড়ানো হয় দু বছরে। (সূরা লুকমান : ১৪)
সুতরাং দুই বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে আর দুধ পান করানো যাবে না।
-সূরা বাকারা : ২৩৩; তাফসীরে তবারী ৪৯৬২; আলবাহরুর রায়েক ৩/২২৩; মুখতাসারুত তহাবী ২২০; গুনইয়াতু যাবীল আহকাম শুরুম্বুলালীয়া ১/৩৫৫, ৩৫৬; ফাতহুল কাদীর ৩/৩০৯
হাদিস শরিফে এসেছে,
عن ابن عباس رضي اللّٰہ عنہما قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: لا رضاع إلا ما کان في الحولین۔
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন-
দুই বছরের পরে দুধ পান করানো যাবে না। (সুনানে বাইহাকী, হাদিস: ১৫৬৭৪)
উল্লেখিত মাসয়ালায় কিছুটা দ্বিমতও পাওয়া যায়।
لو استغني في حولین حل الإرضاع بعدہا إلی نصف ولا تأثم… ومستحب إلی حولین وجائز إلی حولین ونصف۔ (شامي ۳؍۲۱۱ کراچی)
যদি কঠিন প্রয়োজনে দুই বছর পর দুধ পান করায়,তাহলে আড়াই বছরে আগ পর্যন্ত গুনাহ হবেনা।
উপরোক্ত মতভিন্নতার কারণে কোনো কোনো ওলামায়ে কেরাম সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত দুধ পান করানোর কথাও বলে থাকেন। তবে যেহেতু সেটা প্রণিধানযোগ্য নয় তাই সেটার ওপর আমল না করাই শ্রেয়।
তবে একান্ত বাধ্য হয়ে, শিশুর স্বাস্থ্যগত সমস্যার কথা চিন্তা করে যদি দুই বছরের পরও দুধ পান করাতে হয় তবে তা কোনোক্রমেয় আড়াই বছর (ত্রিশমাস) অতিক্রম করা যাবে না। এটি সর্বসম্মতিক্রমে হারাম। এতে মায়ের কাবিরা গুনাহ হবে।
কাজেই সতর্কতা হলো দুই বছর (২৪ মাস) এর পর দুধ পান না করানো।
তবে এর কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم