প্রশ্ন
আমি একটি মাসআলার কিতাবে পড়েছিলাম যে, রমযান মাসে কোনো কারণে কারো রোযা ভেঙে গেলে বাকি দিন তার জন্য পানাহার করা জায়েয নয়। বাকি দিন তার জন্য রোযাদারের মতো পানাহারবিহীন থাকা ওয়াজিব। কিন্তু প্রশ্ন হল, রোযাবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হয়ে গেলে সেও কি দিনের বেলা বাকি সময় কিছু না খেয়েই থাকবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
রমযান মাসে রোযা অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে দিনের বাকি সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা আবশ্যক নয়; বরং এক্ষেত্রে সে পানাহার করতে পারবে। তবে সে প্রকাশ্যে পানাহার করবে না। বরং মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে করবে।
হযরত ইবনে জুরাইয (রাহ.) হযরত আতা (রাহ.) থেকে বর্ণনা করেন-
عَنْ عَطَاءٍ؛ فِي الْمَرْأَةِ تَحِيضُ أَوَّلَ النَّهَارِ فِي شَهْرِ رَمَضَانَ، فَقَالَ: تَأْكُلُ وَتَشْرَبُ.
অর্থাৎ আতা (রাহ.) বলেছেন, কোনো মহিলার রমযান মাসে দিনের শুরুতে মাসিক শুরু হলে সে পানাহার করতে পারবে। (মুসন্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৪৩১)
-আলমুহীতুর রাযাবী ২/৩৪; ফাতাওয়া খানিয়া ১/২১৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৯৪; আলবিনায়া ৪/৩৫৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৭০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم