প্রশ্ন
অনেককেই দেখা যায় সিজদায় উভয় হাত যমীনে বিছিয়ে রাখে। আবার কেউ কেউ কনুই হাঁটুর সাথে বাহু পার্শ্ব দেশের সাথে মিলিয়ে রাখে। কেউ যমীন ও হাঁটু থেকে হাত পৃথক করে এক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি কোনটি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
পুরুষের জন্য সিজদায় উভয় হাতের তালু যমীনে রেখে বাহু যমীন থেকে উঁচু করে রাখা সুন্নত। কোনো ওজর ছাড়া যমীনে হাত বিছিয়ে দেওয়া মাকরূহে তাহরীমী। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। রাসূল (সা.) বলেন-
اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ.
তোমরা সিজদায় ‘ইতিদাল’ অবলম্বন করবে। (অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা করবে) আর কেউ যেন সিজদায় কুকুরের ন্যায় তার উভয় বাহু বিছিয়ে না দেয়। (সহিহ বুখারি, হাদিস ৮২২)
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ.
যখন তুমি সিজদা করবে তখন তোমার উভয় হাতের তালু যমীনে রাখবে, আর উভয় কনুই (যমীন থেকে) উঠিয়ে রাখবে। (সহিহ মুসলিম, হাদিস ৪৯৪)
আর পুরুষের জন্য সিজদায় হাতের কনুই হাঁটু ও উরু থেকে পৃথক রাখা এবং বাহু পার্শ্ব দেশ থেকে আলাদা রাখাও সুন্নত। কোনো ওজর ছাড়া এর খেলাফ করা সুন্নত পরিপন্থী। হাদিস শরিফে এসেছে, আবু হুমাইদ (রা.) বলেন-
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَجَدَ أَمْكَنَ أَنْفَه وَجَبْهَتَه مِنَ الأَرْضِ، وَنَحَّى يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ.
রাসূল (সা.) যখন সিজদা করতেন তখন নাক ও কপাল যমীনের ওপর রাখতেন এবং উভয় পার্শ্ব দেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন। (জামে তিরমিযী, হাদিস ২৭০)
অপর একটি হাদিসে এসেছে, আবদুল্লাহ বিন মালিক বিন বুহাইনা (রা.) বলেন-
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَجَ بَيْنَ يَدَيْهِ، حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ.
রাসূল (সা.) যখন নামায পড়তেন তখন (সিজদার সময়) দুই হাত এমনভাবে পৃথক করে রাখতেন যে, তার বগলের শুভ্রতা স্পষ্ট হয়ে উঠত। (সহিহ বুখারি, হাদিস ৮০৭)
উল্লেখ্য, সিজদার উক্ত পদ্ধতি পুরুষদের জন্য। নারীরা সিজদার সময় কনুইদ্বয় মাটির সাথে মিশিয়ে রাখবে এবং উরুদ্বয় পেটের সাথে মিলিয়ে খুব জড়সড় হয়ে সিজদা করবে। হাদিসেএসেছে, ইয়াযীদ ইবনে আবী হাবীব (রাহ.) বলেন-
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى امْرَأَتَيْنِ تُصَلِّيَانِ فَقَالَ:إِذَا سَجَدْتُمَا فَضُمَّا بَعْضَ اللَّحْمِ إِلَى الْأَرْضِ، فَإِنَّ الْمَرْأَةَ لَيْسَتْ فِي ذَلِكَ كَالرَّجُلِ.
একবার রাসূলুল্লাহ (সা.) নামাযরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে বললেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর যমীনের সাথে মিলিয়ে দেবে। কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষের মতো নয়। (মারাসীলে আবু দাউদ, হাদীস ৮৭)
― রদ্দুল মুহতার ১/৬৪৪; বাদায়েউস সানায়ে ১/৪৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৫; ফাতহুল কাদীর ১/২৬৬; কিতাবুল আছল ১/৯; আলমুহীতুল বুরহানী ২/১৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم