প্রশ্ন
গত মাসে আমি উমরায় গিয়েছিলাম। তখন আমার এক সফরসঙ্গী থেকে একটি আতর হাদিয়া পাই। আমি মুহরিম থাকাবস্থায় একদিন আতরের ঘ্রাণ পরীক্ষা করার জন্য শিশিটির মুখ খুলে শুধু ঘ্রাণ নেই। এখন জানার বিষয় হল, ঐ সময় আতরের ঘ্রাণ নেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? এ কারণে আমার ওপর কি কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে আতর- সুগন্ধির ঘ্রাণ নেওয়া মাকরূহ। সুতরাং ইহরাম অবস্থায় আতরের ঘ্রাণ নেওয়া আপনার ঠিক হয়নি। তবে এ কারণে আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি।
হযরত আবু যুবাইর (রাহ.) বলেন-
سَأَلْتُ جَابِرًا : يَشُمُّ الْمُحْرِمُ الرَّيْحَان وَالطِّيبَ؟ فَقَالَ : لاَ.
আমি হযরত জাবের (রা.)-কে জিজ্ঞেস করেছি যে, ইহরাম অবস্থায় কি ফুল ও সুগন্ধির ঘ্রাণ নেওয়া যাবে?
উত্তরে তিনি বললেন, না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১৪৮২৮)
নাফে(রাহ.) আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন-
عَنِ ابْنِ عُمَرَ؛ كَانَ يَكْرَهُ شَمَّ الرَّيْحَانِ لِلْمُحْرِمِ.
তিনি ইহরাম অবস্থায় ফুলের ঘ্রাণ নেওয়া অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৮২৭)
-আলমুহীতুল বুরহানী ৩/৪৩৮; তাবয়ীনুল হাকায়েক ২/৩৫৪;আলমাবসূত, সারাখসী ৪/১২৩; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৪৩; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم