প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করে জিকির করা জায়েজ আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কুরআনে কারীমের অসংখ্য আয়াতে সর্বদা আল্লাহকে স্মরণ করার আদেশ এসেছে। যেমন সূরা নিসার ১০৩ নং আয়াত, সূরা আনফালের ৪৫ নং আয়াত, সূরা আহযাবের ৪১ নং আয়াত, সূরা জুমআর ১০ নং আয়াত।
এছাড়া আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় স্মরণকারীর প্রশংসাও কুরআনে বর্ণিত হয়েছে। যেমন সূরা আলে ইমরানের আয়াত নং ১৯১ এবং সূরা আহযাবের ২১ ও ৩৫ নং আয়াত।
শুধু ‘আল্লাহ, আল্লাহ’ বলার দ্বারাও আল্লাহ তাআলাকে স্মরণ করার বিষয়টি পাওয়া যায়।
হাদিস শরিফে বর্ণিত আছে,
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللهُ، اللهُ (صحيح مسلم، رقم-148)
‘আল্লাহ আল্লাহ’ বলা ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে না। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৮)
এ কারণে শুধু ‘আল্লাহ, আল্লাহ’ জিকির করা নিঃসন্দেহে জায়েজ।
বুযুর্গানে দ্বীনের অভিজ্ঞতা দ্বারা একথা প্রমাণিত যে, ‘আল্লাহ, আল্লাহ’ জিকির অন্তর পরিশুদ্ধায়নের জন্য অনেক উপকারী। সর্বদা ‘আল্লাহ, আল্লাহ’ জিকির করলে অন্তর পরিশুদ্ধ হতে সহায়ক হয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم