প্রশ্ন
নারীদের জন্য কবর জিয়ারত করা কি নিষেধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীরা কবর জিয়ারত করতে পারবে কিনা, এ ব্যাপারে উলামায়ে কেরামগণ মতভেদ করেছেন। একদল উলামায়ে কেরামগণের মতে নারীদের জন্য কবর জিয়ারত করার অনুমতি নেই। কারণ হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে,
أن رسول الله صلى الله عليه وسلم لعن زوارات القبور
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) কবর জিয়ারতকারী নারীদের উপর অভিসম্পাত করেছেন।’ [মুসনাদে আহমাদ, হাদিস:৮৪৪৯; সুনানে তিরমিযী, হাদিস:১০৫৬]
আরেকদল উলামায়ে কেরামগণের মতে নারীদের জন্য কবর জিয়ারতের অনুমতি রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে নারী-পুরুষ সকলের জন্য কবর জিয়ারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে রাসূল (সা.) এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেন।
হাদিস শরিফে এসেছে,
كنت نهيتكم عن زيارة القبور، فزوروها، فإنها تزهد في الدنيا وتذكر الآخرة
‘রাসূল (সা.) ইরশাদ করেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। (এখন ঐ নিষেধ মানসূখ করা হচ্ছে) এখন তোমরা কবর জিয়ারত করতে পার। কারণ তা দুনিয়ার মোহ দূর করে এবং আখিরাতকে মনে করিয়ে দেয়।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৫৭১]
এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে,
১. কবরস্থানে গিয়ে জোরে জোরে কান্না করা, বিলাপ করা ইত্যাদি করা যাবে না।
২. পরিপূর্ণ পর্দাসহ বের হবে।
৩. ঘন ঘন কবর যিয়ারতের জন্য যাবে না।
তবে নারীদের যেহেতু ধৈর্য কম তাই কবর জিয়ারতে গিয়ে কান্নাকাটি ও শরিয়ত বিরোধী কাজ সংঘটিত হওয়ার সম্ভবনা বেশি থাকে। এ কারণে নারীদের জন্য কবর জিয়ারতে না যাওয়ার মাঝেই সতর্কতা রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم