প্রশ্ন
তালাকের নিয়তে স্বামী স্ত্রী একটি কাগজে লিখে, দুজন দুজনকে ত্যাগ করলাম। তারপর উভয়ে তাতে সাইন করলে কি তালাক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ত্যাগ করলাম- এ জাতীয় বক্তব্য তালাকের ক্ষেত্রে ইঙ্গিতমূলক। কাজেই নিয়ত পাওয়া গেলে এ জাতীয় বাক্য দ্বারা তালাক হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
‘আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]
যেহেতু তালাকের নিয়তে উক্ত বাক্য কাগজে লিখে সাইন করা হয়েছে তাই্ এক তালাকে বায়েন পতিত হয়ে গিয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم