প্রশ্ন
ছেলের নাম যুলকারনাইন রাখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তানের সুন্দর নাম রাখার ব্যাপারে রাসূল (সা.) খুব গুরুত্বারোপ করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
تَسَمَّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ، وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَأَصْدَقُهَا حَارِثٌ، وَهَمَّامٌ، وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرَّةُ
‘তোমরা নবি-রাসূলগণের নামে নামকরণ করো। আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রাহমান। নামের মাঝে হারিস ও হাম্মাম হলো বিশ্বস্ত নাম এবং হারব ও মুররাহ হলো সবচেয়ে নিকৃষ্ট নাম।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫০; আদাবুল মুফরাদ, হাদিস: ৮২১]
যুলকারনাইন একজন সৎ ও নেককার বাদশাহ ছিলেন।
বিশিষ্ট তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন-
وملك الدنيا مشارقها ومغاربها أربعة: مؤمنان وكافران فالمؤمنان: سليمان بن داود وذو القرنين. والكافران: نمرود وبختنصر
‘পুরো পৃথিবীর রাজত্ব করেছেন চার জন। এর মধ্যে এক জন হলেন যুলকারনাইন।’ [তাফসীরে ইবনে কাসীর ১/৩১৪]
কাজেই যুলকারনাইন নাম রাখতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم