প্রশ্ন
বর্তমানে অনেকেই দেখি ইসরাইলি পণ্য বয়কট করছে। জানতে চাচ্ছি, ইসলাম কি বয়কট সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জি, মুসলমানদের ক্ষতি করায় নিয়োজিত কাফেরদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে বয়কট করার প্রচলন ইসলামের শুরু যুগ থেকেই চলে আসছে। রাসূল (সা.)-এর যুগেও এ জাতীয় বয়কটের বিবরণ পাওয়া যায়। সেই যুগে মক্কার কাফেরদের কাছে ইয়ামামা থেকে খাদ্যের চালান আসত। সুমামা (রা.) ছিলেন ইয়ামামার অধিবাসী। তিনি যখন মুসলমান হন তখন উমরা করতে গিয়ে কাফেরদের মাঝে ঘোষণা করেন যে,
وَاللهِ، لَا يَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم
‘আল্লাহর কসম! নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অনুমতি ব্যতীত তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৩৭২]
এমনই হয়েছিল। সুমামা (রা.) দেশে গিয়ে খাদ্যের চালান বন্ধ করে দেন। রাসূল (সা.)-এর তাতে সমর্থনও ছিল। কাজেই অর্থনৈতিক বয়কট শরিয়ত সমর্থিত একটি বিষয়।
মুসনাদে আহমাদ, হাদিস: ৭৩৬১; আলমুকাতাআতুল ইকতিসাদিয়্যাহ, পৃ. ৯৯-১০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم