প্রশ্ন
শীতকালে কান টুপি পরিধান করে নামায পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। রাসূল (সা.) কান টুপি পরতেন বলে হাদিসে বিবরণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে, উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন,
إن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية
‘রাসূলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানটুপি পরতেন, আর আবাসে পরতেন শামী টুপি।’ [আখলাকুন নবি, হাদিস: ৩১৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم