প্রশ্ন
আমি যদি এক কেরাত দিয়ে নামায শুরু করে সাথে সাথে আরেক কেরাতে চলে যাই তাহলে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো ওযর ছাড়া এভাবে এক কেরাত থেকে আরেক কেরাতে স্থানান্তর হওয়া অনুত্তম। একবার রাসূল (সা.) বেলাল (রা.)-কে নামাযে এভাবে কেরাত পাঠ করতে শোনেন। তখন তিনি তাকে লক্ষ্য করে বলেন,
إِذَا قَرَأْتَ السُّورَةَ فَأَنْفِدْهَا
‘যখন তুমি কোনো সূরা তেলাওয়াত শুরু করবে তখন তার মাধ্যমেই তেলাওয়াত শেষ করবে। [ফাযায়েলুল কুরআন, পৃ ১৮৮]
তবে এভাবে পড়লে নামাযের কোনো ক্ষতি হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم