প্রশ্ন
মাসবুক মুসল্লী ইমামের সাথে কখন শরিক হবে? ইমাম যখন নতুন রাকাত শুরু করতে তখন নাকি মসজিদে এসে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায়ই?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুন্নত নিয়ম হল, ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায়ই জামাতে শরিক হয়ে যাওয়া। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ وَجَدَنِي رَاكِعًا ، أَوْ سَاجِدًا ، أَوْ قَائِمًا ، فَلْيَكُنْ مَعِي عَلَى حَالِي الَّتِي أَنَا عَلَيْهَا
‘যে ব্যক্তি আমাকে রুকু, সিজদা কিংবা কিয়াম অবস্থায় পায় সে যেন সে অবস্থাতেই আমার সাথে শরিক হয়ে যায়। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৬১৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم