প্রশ্ন
অনেকে বলে, কারো মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। জানতে চাচ্ছি, কুরআন হাদিসে এমন কোনো কথা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো মুসলমানকে কষ্ট দেওয়া শরিয়তের দৃষ্টিতে হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا
‘আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কৃত কোন অন্যায় ছাড়াই কষ্ট দেয়, নিশ্চয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ।’ [সূরা আহযাব, আয়াত: ৫৮]
মানুষের মনে কষ্ট দেওয়া অপরাধ হলেও মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান- এ জাতীয় কোনো কথা কুরআন হাদিসে বর্ণিত হয়নি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم