প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত, কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম মুখে নেয় তাহলে স্ত্রী তালাক হয়ে যায়। জানতে চাচ্ছি, এ কথা কি শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামীকে নাম ধরে ডাকার বিষয়টি সামাজিক রীতি নীতির অন্তর্ভুক্ত। যে সমাজে স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানের মনে করা হয় সেখানে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকবে না
আর যে সমাজে স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানের মনে করা হয় না সেখানে স্বামীর নাম ধরে ডাকতে কোনো সমস্যা নেই। একটি হাদিসে এসেছে যে, ইবরাহীম (আ.) যখন তাঁর স্ত্রী হাজেরা (আ.) ও পুত্র ইসমাঈল (আ.)-কে মক্কায় রেখে ফিরে যাচ্ছিলেন, তখন হাজেরা (আ.) তাঁকে নাম ধরে সম্বোধন করেছিলেন। হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন,
ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيْمُ وَبِابْنِهَا إِسْمَاعِيْلَ وَهِيَ تُرْضِعُهُ حَتَّى وَضَعَهُمَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ فَوْقَ زَمْزَمَ فِيْ أَعْلَى الْمَسْجِدِ وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ وَلَيْسَ بِهَا مَاءٌ فَوَضَعَهُمَا هُنَالِكَ وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيْهِ تَمْرٌ وَسِقَاءً فِيْهِ مَاءٌ ثُمَّ قَفَّى إِبْرَاهِيْمُ مُنْطَلِقًا فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيْلَ فَقَالَتْ يَا إِبْرَاهِيْمُ أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِيْ لَيْسَ فِيْهِ إِنْسٌ وَلَا شَيْءٌ
‘অতঃপর ইবরাহীম (আ.) হাজেরা (আ.) এবং তাঁর শিশু ছেলে ইসমাঈল (আ.)-কে সঙ্গে নিয়ে বের হলেন এ অবস্থায় যে, হাজেরা (আ.) শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবার ঘর অবস্থিত, ইবরাহীম (আ.) তাঁদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে যমযম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নীচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি। অতঃপর ইবরাহীম (আ.) ফিরে চললেন। তখন ইসমাঈল (আ.)-এর মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইবরাহীম! আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন, যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৩৬৪]
তবে স্বামীর নাম ধরে ডাকলে তালাক হয়ে যাবে এগুলো ভ্রান্ত কথা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم