প্রশ্ন
আসরের পর সূরা নাবা পাঠের কোনো ফজিলত আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সূরা নাবা আসরের পর পাঠ করতে হবে এ মর্মে কোনো সহিহ হাদিস আমরা খুঁজে পাইনি। তবে একটি যয়ীফ হাদিসে সূরা নাবা পাঠ করার ফজিলত বর্ণিত হয়েছে। কিন্তু উক্ত হাদিসে কোনো সময় নির্ধারণ করা হয়নি। হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) ইরশাদ করেছেন,
من قرأ سورة عم يتساءلون سقاه الله تعالى برد الشراب يوم القيامة
‘যে ব্যক্তি ‘আম্মা ইয়াতা সাআলুন’ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ঠাণ্ডা পানি দ্বারা পরিতৃপ্ত করবেন। [তাফসীরে সা‘লাবী ২৮/৩০২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم