প্রশ্ন
আমি একজন নাবিক। কিছুদিন আগে আমার এক সহকর্মী মারা যায়। স্থল থেকে আমরা তখন একমাসের দূরত্বে ছিলাম। ততদিনে তার লাশ পঁচে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় আমরা জানাযা পড়ে সমুদ্রে ভাসিয়ে দেই। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের করণীয় কী ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেক্ষেত্রে আপনাদের করণীয় ছিল, লাশে কোনোরূপ পরিবর্তন হওয়ার পূর্বেই যদি গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব হয় তাহলে মাটিতেই তাকে যথা নিয়মে দাফন করা। আর যদি গন্তব্যে পৌঁছার পূর্বেই লাশে পরিবর্তন দেখা দেয়, তাহলে জাহাজেই তাকে গোসল দিয়ে কাফন পড়িয়ে জানাযার নামাজ পড়তে হবে। এরপর লাশ সাগরে ভাসিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে ভারী কোনো কিছু লাশের সাথে বেঁধে দিবে, যেন লাশ পানিতে ভেসে না থাকে, বরং ডুবে যায়। হাদিস শরিফে এসেছে, আতা ইবনে আবী রবাহ (রহ.) সমুদ্রে মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে বলেন,
‘তাকে গোসল দিবে, কাফন পরাবে, কর্পূর লাগাবে, জানাযা পড়বে। তারপর পায়ে ভারী কোনো কিছু বেঁধে তাকে সমুদ্রে ছেড়ে দিবে।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১১৯৭৩]
ফাতহুল কাদীর ২/১০২; আলমুহীতুল বুরহানী ৩/১০৯; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৬৩৯; আদ্দুররুল মুখতার ২/২৩৫; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم