প্রশ্ন
আমি ইতিকাফের মান্নত করেছি। জানতে চাচ্ছি, মান্নতের ইতিকাফ আদায় করার পদ্ধতি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নতের ইতিকাফ পুরা করার জন্য রোযা রাখতে হবে। হাদিস শরিফে এসেছে,
‘ইবনে উমর (রা.) বলেন, উমর (রা.) জিয়িররানা-দিবসে রাসূলুল্লাহ (সা.)-কে বললেন, আমি ইতঃপূর্বে একদিনের ইতিকাফের মানত করেছিলাম। এখন তা পুরা করতে চাই। তখন রাসূলুল্লাহ (সা.) তাকে রোজাসহ ইতেকাফ আদায়ের নির্দেশ দিলেন।’ [সুনানে কুবরা, বায়হাকী ৪/৭৭৩; মুসতাদরাকে হাকেম ২/৮১]
এক্ষেত্রে ইতিকাফের নিয়তে একদিন সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করবেন পরের দিন রোযা রাখবেন। ইফতার পর্যন্ত মসজিদে অবস্থান করবেন। তাহলে আপনার ইতিকাফ পূর্ণ হয়ে যাবে।
আলমুহীতুল বুরহানী ৩/৩৮৩; আলবাহরুর রায়েক ২/৩০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم