প্রশ্ন
আমার একটি মুদি দোকান আছে। একজন কাস্টমার আমার থেকে বাকি কিছু পণ্য ক্রয় করেছে। সে গরিব। আমার পাওয়া পরিশোধ করার ক্ষমতা রাখে না। জানতে চাচ্ছি, আমি যদি যাকাত হিসেবে তার পাওনা মাফ করে দেই তাহলে আমার যাকাত আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাত আদায় হওয়ার জন্য যাকাতের হকদার ব্যক্তির যাকাতের টাকা কবজা করা শর্ত। হাদিস শরিফে এসেছে,
أَنَّ شُرَيْحًا، وَمَسْرُوقًا كَانَا لَا يُجِيزَانِ الصَّدَقَةَ حَتَّى تُقْبَضَ
‘ইমাম শুরাইহ (রহ.) ও ইমাম মাসরুক (রহ.) যাকাত কবজা হওয়ার আগ পর্যন্ত আদায় না হওয়ার প্রবক্তা ছিলেন।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১৬৫৯১]
কাজেই ঋণ মাফের সময় যাকাতের নিয়ত করলে যাকাত আদায় হবে না।
এক্ষেত্রে আপনি এই পদ্ধতিটি গ্রহণ করতে পারেন যে, আপনি তাকে যাকাত প্রদান করবেন। সে তা গ্রহণ করলে আপনি আপনার পাওনা পরিশোধ করে দিতে বলবেন। তাহলে যাকাত আদায় হয়ে যাবে। আবার ঋণও পরিশোধ হয়ে যাবে।
রদ্দুল মুহতার ৩/১৯০; আল বাহরুর রায়েক ২/৩৭০; হিন্দিয়া ১/১৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم