প্রশ্ন
রাসূল (সা.)-এর চুল কেমন ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) বাবরি চুল রাখতেন। একাধিক হাদিস থেকে বুঝা যায়, তাঁর বাবরি চুলের ধরণ ছিল তিন রকমের। যথা:
১. ওয়াফরা: কানের লতি পর্যন্ত প্রলম্বিত চুল।
২. লিম্মা: কানের লতির নিচ পর্যন্ত প্রলম্বিত চুল।
৩. জুম্মা: কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুল।
শামায়েলে তিরমিযি, পৃ. ১-১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم