প্রশ্ন
আমাদের মসজিদে ইমাম সাহেব দুইতলায় দাঁড়িয়ে থাকেন। অনেক সময় এমন হয়, দুইতলা পূর্ণ না হতেই নিচতলায় লোকজন দাঁড়িয়ে যায়। এদিকে দুইতলা ফাঁকাই থেকে যায়। জানতে চাচ্ছি, এভাবে দুইতলার কাতার ফাঁকা রেখে নিচতলায় দাঁড়ানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম সাহেব যদি মসজিদের দুইতলায় দাঁড়ায় তাহলে নিচতলার মুসল্লীদের ইকতেদা বিশুদ্ধ হবে।
তবে দুইতলা মুসল্লী দ্বারা পূর্ণ হওয়ার পর নিচতলায় মুসল্লীরা দাঁড়াবে। অন্যথায় নিচতলাদের নামায মাকরূহ হবে। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন কাতার অসম্পূর্ণ থাকলে তা যেন শেষ কাতারে হয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৬৭১]
কাজেই যারা দুইতলা পূর্ণ না করে নিচতলায় দাঁড়াবে তাদের এ কাজটি মাকরূহ হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم