প্রশ্ন
ফরয গোসল করার পর নামাযের জন্য পুনরায় নতুন করে অজু করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে গোসল করলে আর অজু করার প্রয়োজন হয় না। বরং সেই গোসল দিয়েই নামাজ পড়া যায়।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (সা.) গোসলের পর অজু করতেন না।’ [সুনানে নাসাঈ, হাদিস: ২৫৩)]
কাজেই ফরয গোসল করার পর নতুন করে অজু করতে হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم