প্রশ্ন
কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আরাফায় পড়ে মুযদালিফার উদ্দেশে রওয়ানা হয় তাহলে মুযদালিফায় পৌঁছার পর কি শুধু ইশার নামাজ পড়বে না মাগরিব ও ইশা উভয়টি পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
৯ যিলহজ্ব মাগরিব ও ইশার নামাজ মুযদালিফায় গিয়ে একসাথে পড়তে হয়। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আরাফায় কিংবা পথে পড়ে নেয় তাহলে পরবর্তীতে মুযদালিফায় পৌঁছার পর পুনরায় মাগরিবের নামাজ পড়তে হবে। এবং মাগরিব ও ইশার নামাজ একসাথে পড়তে হবে।
হাদিস শরিফে এসেছে,
উসামা ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) আরাফা থেকে রওনা হয়ে মুযদালিফায় পৌঁছলেন। অতপর মাগরিব ও ইশা একত্রে আদায় করলেন।’ [সহিহ মুসলিম ১/৪১৬]
বিখ্যাত তাবেয়ী মুহাম্মাদ (রহ.) বলেন, ‘মুযদালিফার রাতে নামায শুধু মুযদালিফাতেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪২২৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم