প্রশ্ন
তারাবির নামাযের দ্বারা কি তাহাজ্জুদ নামাযের ফজিলত লাভ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তারাবি স্বতন্ত্র নামায। আর তাহাজ্জুদ স্বতন্ত্র নামায। কাজেই একটির দ্বারা আরেকটির ফজিলত লাভ হবে না। হাদিস শরিফে এসেছে,
‘ওমর (রা.)-এর যুগে একদিন মুসল্লীরা তারাবি শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন হযরত ওমর (রা.) বললেন, রাতের যে অংশ বাকি রয়ে গেছে তা অধিক উত্তম। অর্থাৎ শেষ রাতেও ইবাদত করা উচিৎ।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৫/২৩১]
কাজেই আলাদাভাবেই উভয় নামায আদায় করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم