প্রশ্ন
ইএমআই-তে পণ্য ক্রয় করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাধারণত কোম্পানীগুলো অতিরিক্ত ইন্টারেস্টের ভিত্তিতে ইএমআই-তে পণ্য বিক্রি করে থাকে। আর ইন্টারেস্ট শরিয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
‘আল্লাহ বেচা-কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
কাজেই যে ইএমআই-তে ইন্টারেস্টের শর্ত থাকবে তার মাধ্যমে কোনো পণ্য ক্রয় করা যাবে না।
তবে কোনো কোম্পানী যদি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই-তে পণ্য বিক্রি করতে সম্মত হয় তাহলে তাদের পণ্য ক্রয়ে কোনো সমস্যা নেই।
ফাতওয়ায়ে উসমানী ৩/৩৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم