প্রশ্ন
আমাদের গ্রামে প্রচলিত আছে যে, বিয়ের পরদিন বর কনেকে সাতটি পুকুরের পানি নিয়ে গোসল করানো হয়। জানতে চাচ্ছি, এটা কি জরুরি কোনো বিষয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে পবিত্রতা অর্জনের গুরুত্ব অনেক। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন,
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
‘নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ [সূরা বাকারা, আয়াত: ২২২]
হাদিস শরিফে রাসূল (সা.) বলেন,
الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ
‘পবিত্রতা ঈমানের অঙ্গ।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৬]
তবে এই পবিত্রতা যেকোনো পবিত্র পানি দ্বারাই অর্জিত হবে। সাত পুকুরের পানি দ্বারা করতে হবে বা অন্যকোনো বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে- বিষয়টি এমন নয়। এগুলো গ্রাম্য কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তাছাড়া এ সকল রুসুম রেওয়াজ পালন করতে গিয়ে বিভিন্ন ধরণের শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হতে হয়। তাই এ সকল ভ্রান্ত রুসুম রেওয়াজ থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم