প্রশ্ন
আমাদের এলাকায় খৃস্টানরা গীর্জা নির্মাণ করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা উঠাচ্ছে। জানতে চাচ্ছি, তাদের গীর্জা নির্মাণে চাঁদা দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম কাজে সহযোগিতা করা হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی ۪ وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ
‘আর নেকি ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা কর এবং গুনাহের কাজ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
গীর্জাগুলো ইসলাম বিরোধী ও খোদাদ্রোহীতার কাজ হয়ে থাকে। তাই সেখানে সহায়তা করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم