প্রশ্ন
একটি বইয়ে পেলাম, ইমাম আবু হানীফা (রহ.) ফার্সী ভাষায় কেরাত পড়ার বৈধতার কথা বলে থাকেন। জানতে চাচ্ছি, উক্ত বক্তব্য কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম আবু হানীফা (রহ.)-এর প্রথম অভিমত ছিল, আরবী ভাষায় কেরাত পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও ফার্সী ভাষায় কেরাত পাঠ করা যাবে। কিন্তু ইমাম আবু ইউসূফ (রহ.) ও ইমাম মুহাম্মাদ (রহ.)-এর মতে ফার্সী ভাষায় কেরাত পাঠ করা যাবে না।
তবে ইমাম আবু হানীফা (রহ.)-এর প্রাথমিক অভিমত অনুসারে বৈধ হলেও পরবর্তীতে তিনি উক্ত অভিমত থেকে ফিরে এসেছেন। এখন তার সর্বশেষ অভিমত হল, আরবী ভাষায় সক্ষম হলে ফার্সী ভাষায় কেরাত পড়া যাবে না।
হেদায়া ১/৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم