প্রশ্ন
জনৈক ব্যক্তি যৌনক্ষম। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির জন্য বিয়ে করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহবাস স্ত্রীর অন্যতম একটি অধিকার। আর স্ত্রীর অধিকার রক্ষা করা স্বামীর উপর আবশ্যক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
‘তোমরা তাদের সাথে সদ্ভাবে সম মর্যাদায় অবস্থান কর।’ [সূরা নিসা, আয়াত: ১৯]
সুতরাং কোনো ব্যক্তি যদি উক্ত অধিকার রক্ষার সক্ষমতা না রাখে তাহলে তার জন্য বিয়ে করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم