প্রশ্ন
মুহরিম ব্যক্তি মাথায় ব্যাগ নিলে কোনো জরিমানা আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুহরিম ব্যক্তির জন্য মাথা ঢাকা নিষেধ। হাদিস শরিফে এসেছে,
‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে আরাফাতে ওয়াকূফ কালে অকস্মাৎ সে তার সওয়ারী হতে পড়ে যান। যার ফলে তাঁর ঘাড় মটকে গেল অথবা রাবী বলেন, ঘাড় মটকে দিল। (যাতে তিনি মারা গেলেন)। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাঁকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও এবং দু’ কাপড়ে তাঁকে কাফন দাও; তাঁকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না। কেননা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁকে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত করবেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৬৬]
ইহরাম অবস্থায় ঐ সকল বস্তু দ্বারা মাথা ঢাকা নিষেধ, যে সকল বস্তু দ্বারা সাধারণত মাথা ঢাকা হয়। কিন্তু ব্যাগ, লাগেজ ইত্যাদি দ্বারা সাধারণত মাথা ঢাকা হয় না।
কাজেই বহনের সুবিধার্তে কেউ যদি মাথায় ব্যাগ উঠায় তাহলে কোনো জরিমানা তাকে দিতে হবে না।
বাদায়েউস সানায়ে ২/৪০৬; গুনইয়াতুন নাসিক ২৫৫; আলবাহরুল আমীক ২/৮০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم