প্রশ্ন
জানাযার নামাজে কয়টি কাজ ফরজ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাযার নামাজে ফরজ দুইটি। দাঁড়িয়ে নামাজ পড়া ও চার তাকবির দেওয়া। হাদিস শীরফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، خَرَجَ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا
‘নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রাসূল (সা.) তাঁর মৃত্যুর খবর দেন এবং জানযার স্থানে গিয়ে লোকদের কাতারবন্দী করে চার তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৪৫]
রদ্দুল মুহতার ৩/১০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم