প্রশ্ন
আমার এক বন্ধু বিবাহ করতে ইচ্ছুক নয়। তার এক আত্মীয় তাকে বলেছে যে, অবিবাহিত ব্যক্তিরা জাহান্নামে যাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে বিবাহের অনেক গুরুত্ব রয়েছে। হাদিস শরিফে এসেছে,
‘আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, তিন জনের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইবাদাত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের বাড়িতে আসল। যখন তাঁদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ইবাদাতের পরিমাণ কম মনে করল এবং বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না। কারণ, তাঁর আগের ও পরের সকল গুনাহ্ ক্ষমা করে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সব সময় রোজা পালন করব এবং কখনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সংসর্গ ত্যাগ করব, কখনও বিয়ে করব না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, তোমরা কি ঐ সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশি অনুগত; অথচ আমি রোজা পালন করি, আবার তা থেকে বিরতও থাকি। নামাজ আদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩]
এ কারণে ফুকাহায়ে কেরাম স্বাভাবিক অবস্থায় বিয়ে করাকে সুন্নতে মুয়াক্কাদা বলেছেন। সুতরাং কেউ যদি সুন্নতের প্রতি অনীহা প্রকাশ করে বিয়ে না করে তাহলে উক্ত কারণে সে গুনাহগার হবে।
বিয়ে না করলে জাহান্নামে যেতে হবে- এ কথার কোনে ভিত্তি নেই। কারণ বিয়ে করার সাথে জাহান্নামে যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। বিয়ে করেও মানুষ জাহান্নামে যেতে পারে। আবার বিয়ে না করেও জান্নাতে যেতে পারে।
আদ্দুররুল মুখতার ৪/৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم