প্রশ্ন
তারাবির নামাজে আমি আয়াত ভুলে গেলে রুকুতে গিয়ে তা মনে মনে পড়ে স্মরণ করার চেষ্টা করি। এতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজে রুকুতে গিয়ে কেরাত পড়া মাকরুহ। হাদিস শরিফে এ থেকে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
وَإِنِّى نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا
আমাকে রুকুতে কিংবা সেজদায় কুরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। [সহিহ মুসলিম, হাদিস: ১১০২]
তবে যদি মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে ধ্যান করা হয় তাহলে মাকরুহ হবে না। কিন্তু এ উদ্দেশ্যে রুকুতে বিলম্ব করাও উচিত হবে না।
আলবাহরুর রায়েক ২/৩৩; রদ্দুল মুহতার ১/৬৫৪; ফাতাওয়া খানিয়া ১/১১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم