প্রশ্ন
ইসলামে মান্নতের অবস্থান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম মান্নত করতে উৎসাহিত করে না। বরং মান্নত না করে সরাসরি সাদাকা করতে উৎসাহিত করে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِنَّ النَّذْرَ لَا يُقَدِّمُ شَيْئًا وَلَا يُؤَخِّرُ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِالنَّذْرِ مِنْ الْبَخِيلِ
নিশ্চয় মান্নত কোন কিছুকে অগ্রপশ্চাত করে না। বরং মান্নতের মাধ্যমে কৃপণ থেকে মাল বের করা হয়। [সহিহ বুখারি, হাদিস: ৬৬৯২]
তাই মান্নত না করে মান্নতের পূর্বেই সাদাকা করা উচিত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم