প্রশ্ন
রাতে শোয়ার সময় মশা খুব জ্বালাতন করে। অনেক সময় মশার রক্ত বিছানায় লেগে যায়। এ ক্ষেত্রে কি বিছানা ধোয়া জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মশার রক্ত নাপাক নয়। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِي جَعْفَرٍ ، وَعَطَاءٍ ؛ أَنَّهُمَا لَمْ يَرَيَا بِدَمِ الْبَرَاغِيثِ وَالْبَعُوضِ بَأْسًا.
আতা, আবু জাফর (রহ.) বলেন, কাপড়ে মাছি-মশার রক্ত লাগলে কোনো সমস্যা হবে না। [মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ২০৩১]
তাই পবিত্র করার জন্য তা ধোয়া জরুরি নয়।
বাদায়েউস সানায়ে ১/১৯৫; আলবাহরুর রায়েক ১/২২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم