প্রশ্ন
গোসল করতে গিয়ে যদি পানির ফোঁটা বালতিতে পড়ে তাহলে কি সেই পানি নাপাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি শরীরে বাহ্যিক কোন নাপাকি না থাকে তাহলে শরীরের পানি বালতিতে পড়লে এর কারণে বালতির পানি নাপাক হবে না। হাদিস শরিফে এসেছে-
أن رسول الله صلى الله عليه و سلم اغتسل هو وميمونة من إناء واحد في قصعة فيها أثر العجين
রাসূল (সা.) এবং মাইমুনা (রা.) একই পাত্র থেকে গোসল করেছেন, তাতে খামিরের মিশ্রণ ছিল। [সুনানে নাসায়ি, হাদিস: ২৪০]
তবে যদি শরীরে বাহ্যিক নাপাকি থাকে আর তার সাথে লেগে পানির ছিটা বালতিতে পড়ে তাহলে তা নাপাক হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم