প্রশ্ন
শুনেছি, প্রত্যেক নামাজের মুস্তাহাব সময় আছে। ফজরের নামাজের মুস্তাহাব সময় কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হানাফি মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী ফজরের নামাজ একটু ফর্সা করে পড়া মুস্তাহাব। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أسفروا بالفجر فإنه أعظم للأجر
‘তোমরা ফজরের নামায ফর্সা করে আদায় কর। কেননা তা অধিক সওয়াবের কাজ।’ [জামে তিরমিযি, হাদিস: ১৫৪]
তবে এ জন্য খুব বেশি বিলম্ব করা যাবে না যে, সূর্য উঠে যাওয়ার উপক্রম হয়। তাই আধা ঘন্টার মত সময় বাকি থাকতে ফজর নামাজে দাঁড়িয়ে যাওয়া ভাল।
আলমুহীতুল বুরহানী ২/৮; শরহুল মুনইয়াহ ২৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم