প্রশ্ন
হাত ভেঙ্গে যাওয়ায় হাতে প্লাস্টার করা হয়েছে। এখন ওজু গোসলের জন্য কি তায়াম্মুম করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, তায়াম্মুম করা যাবে না। এ ক্ষেত্রে যে হাতে প্লাস্টার সে হাত বাদ দিয়ে বাকি অঙ্গগুলো নিয়মানুযায়ী ধোয়ার পর যে হাতে প্লাস্টার সে হাতে প্লাস্টারের উপর মাসেহ করে নিবেন। যতটুকু অংশ ধোয়া যায় তা এমনভাবে ধুয়ে নিবেন, যেন প্লাস্টারের কোন ক্ষতি না হয়। হাদিস শরিফে এসেছে,
عن علي قال: انكسر أحد زندي فسألت رسول الله (ص) ، فأمرني أن أمسح على الجبائر
আলী (রা.) বলেন, আমার এক হাত ভেঙ্গে গিয়েছে। আমি রাসূল (সা.)কে প্রশ্ন করায় তিনি আমাকে পট্টির উপর মাসেহ করতে বলেছেন। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬২৩]
বাদায়েউস সানায়ে ১/৯০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم