প্রশ্ন
আমি এক মসজিদের ইমাম। গতকাল আসরের নামাজে আমি সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়ে ফেলি। সাহু সেজদাও দেইনি। আমার জানামতে এ ক্ষেত্রে সাহু সেজদা দেওয়া জরুরি নয়। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার জানা ঠিক আছে। নিম্নস্বরের নামাজে সূরা ফাতেহার এক দুই আয়াত জোরে পড়ে ফেললে এর জন্য সাহু সেজদা আবশ্যক হয় না।
হাদিস শরিফে এসেছে-
عن أبي قتادة قال كان رسول الله صلى الله عليه و سلم يصلي بنا فيقرأ في الظهر والعصر في الركعتين الأوليين بفاتحة الكتاب وسورتين ويسمعنا الآية أحيانا
আবু কাতাদা (রা.) বলেন, রাসূল (সা.) আমাদেরকে নামাজ পড়াতেন। তিনি জোহর ও আসরের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা ও দুটি সূরা পড়তেন। কখনো কখনো আমাদেরকে আয়াত শুনাতেন। [সহিহ মুসলিম, হাদিস: ৪৫১]
রদ্দুল মুহতার ২/৮২; ফাতহুল কাদীর ১/৪৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم